spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেয়ে যখন সহশিল্পী বাবার! (ভিডিও)

বাবা তাহসান খান সংগীতশিল্পী। নিজের লেখা গান ও সুরে বুঁদ রাখেন ভক্তদের। এবার তাহসানকে অন্যরকম এক প্রস্তাব ছুড়ে দিলো খুদে ‘গীতিকার’।

বলল, ‘চলো গান লিখি। আমি এক লাইন লিখব, তুমি পরের লাইন’। এ এক চ্যালেঞ্জও বটে!
ব্যস, ‘কথোপকথনের’ ধাঁচে নেমে এলো আংশিক একটি গান। আর এ নিয়ে সকাল সকাল ফেসবুক দিব্যি সরগরম।
এই খুদে শিল্পীর নাম আইরা তাহরিম খান। তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলার সন্তান।

ফেসবুকে তাহসান তার ভেরিফাইড পেজ থেকে গানটি প্রকাশিত করেছেন। সেই পোস্টের কমেন্ট বক্স এখন তাদের স্তুতিতে সয়লাব।

তাহসান বলেন, ‘এটা আসলে খেলার ছলে তৈরি। গানটি পূর্ণাঙ্গ করার কোনও ইচ্ছে নাই। তবে এখন কমেন্ট পড়ে অন্যরকম লাগছে। ওকে বলব, পুরো গানটা যেন লিখে ফেলে।’

https://www.facebook.com/tahsanfans/videos/977795599305725/

আইরার বয়স ৭ বছর। এর আগেও বাবার গানে তার নৃত্য অনেকের নজর কেড়েছিল। বৃষ্টি নিয়ে লেখা নতুন এ গানের প্রথম দুই লাইনে আইরা বৃষ্টিতে ভিজতে চায় আর তার বাবা তাকে পরের দুই লাইনে ভিজতে বারণ করছেন।

উল্লেখ্য, তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালের ৩০ এপ্রিল আইরা তাহরিম খানের জন্ম। ২০১৭ সালের মাঝামাঝি সময় তাহসান-মিথিলার বিচ্ছেদ ঘটে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss