spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মিশা-জায়েদের পদত্যাগে চলচ্চিত্র শিল্পীদের মানববন্ধন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে চলচ্চিত্র শিল্পীরা। রোববার সকাল ১১টার পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনে ১৮৪ জন অভিনয় শিল্পী এই মানববন্ধন করেন।

শিল্পী সমিতির ১৮৪ জন অভিনয় শিল্পীর ভোটাধিকার কেড়ে নিয়েছেন বর্তমান কমিটির সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এমন অভিযোগে ভোটাধিকার হারানো শিল্পীরা মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানবন্ধনে অংশ নেন।

এ সময় ভোটাধিকার হারানো অভিনয় শিল্পীরা বলেন, যারা সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন তারাও শিল্পী। তাদের বাদ দিয়ে সিনেমা হয় না। অথচ জায়েদ খান তাদের অপমান করে ভোটাধিকার করে নিয়েছে। এর আগে যা করার সাহস করেনি কেউ।

তারা আরো বলেন, জায়েদ খান তার বিরোধী মতের লোক পছন্দ করে না। বারবার আমরা ভোটাধিকার চেয়েছি। এতদিনেও এর কোনো সমাধান করেননি তিনি। তাই বাধ্য হয়ে মানববন্ধন করতে হচ্ছে।

আরো পড়ুন: ভা‌লোবাসায় সিক্ত এন্ড্রু কি‌শোর

২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল বিজয়ী হওয়ার পর এ তালিকা থেকে ১৮১ জন ভোটারের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে। নতুন করে ২০ জন শিল্পীকে ভোটার করা হয়। এরপর শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিলো ৪৪৯ জন।

এদিকে গেল ১৫ জুলাই চলচ্চিত্রের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিশা সওদাগর ও জায়েদ খানকে বয়কটের ঘোষণা দেয় চলচ্চিত্রের ১৮টি সংগঠন। এ বিষয়ে শিল্পী সমিতি তাদের আনুষ্ঠানিক বক্তব্য দিতে বিকেল সাড়ে ৪টায় শিল্পী সমিতির অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss