spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিয়াজ ও রিচি এবার পর্দায় আসছেন বৃদ্ধাশ্রমের নাটক নিয়ে

‘আশ্রয়’ নামের একটি বৃদ্ধাশ্রমে গেছেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী রিচি সোলায়মান। বাকি জীবন সেখানেই কাটাবেন তারা। একটি টেলিফিল্মের গল্পে দেখা যাবে এই চিত্র।

রিচির চরিত্রের নাম কুহু। তার বয়স ৫৫ বছর। একসময়ের ডাকসাইটে সুন্দরী। ফিল্মের দ্বিতীয় সারির নায়িকা ছিলেন। জগত সংসারে বৃদ্ধার কেউ নেই। ফিল্ম জগতের পাট চুকিয়েছেন বছর দশেক আগেই। শেষ সম্বল ব্যাংকের লাখ দশেক টাকা নিয়ে স্থায়ীভাবে থাকতে বৃদ্ধাশ্রমে এসেছেন।

রিয়াজের চরিত্রের নাম অর্ক। বৃদ্ধাশ্রমে কুহু আসার কিছুদিন পর আসেন তিনি। বয়সের ভারে কুঁজো। মোটা ফ্রেমের চশমায় সুতো বাঁধা দুঃখ জাগানো মুখ।

বৃদ্ধকে দেখে চমকে ওঠে কুহু। ৩৫ বছর আগের স্মৃতি মুহূর্তে জ্বলজ্বল করে তার চোখের মণিকোঠায়। অর্ক ছিলেন তার স্যার। প্রেমিকও। মনে পড়ে খসে পড়া এক নক্ষত্র আলোর উজ্জ্বল মুহূর্ত। একাকীত্ব পছন্দ করা বৃদ্ধ অর্কর সামনে আসে কুহু। অর্ক তাকে চেনে না। নাকি না চেনার ভান? কুহু হারিয়ে যায় ২০ বছরের উচ্ছ্বল অতীতে।

গল্পের সঙ্গে মিল রেখে টেলিফিল্মটির নাম রাখা হয়েছে ‘কুহু ভালোবেসেছিল অর্ককে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব।

চ্যানেল আইতে ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে রিয়াজ ও রিচির নতুন কাজটি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss