spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যে দেশের অর্ধেক অংশে দিন হলে বাকি অর্ধেকে থাকে রাত

এক দেশ কিন্তু দুই সময়। অনেকের কাছে এটি স্বাভাবিক হলেও বাস্তবে তা অসম্ভব হয়েছে। এ ঘটনা প্রতিবছর একটি দেশেই ঘটে। দেশটিতে ১১টি টাইম জোন রয়েছে। সেখানে অর্ধেক অংশে দিন হলে বাকি অংশে থাকে রাত। এ দেশটি হলো রাশিয়া। দেশটিতে এক অংশে যখন কেউ সকালের চা খাচ্ছেন, অন্য প্রান্তে কেউ খেতে বসেছেন রাতের খাবার।

চলুন জেনে নেই এই অদ্ভুত বিষয়টি কীভাবে ঘটে
জানলে অবাক হবেন— অর্ধেক অংশে দিন, অন্য অংশে রাত। দেশটিতে এটা দেখা যায় মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ৭৬ দিন। তাই রুশদের ভূমিকে বলা হয় ‘কান্ট্রি অব মিডনাইট সান’ – মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।

রুশ মুলুকে যত রহস্য
অনেকেই হয়তো জানেন না রাশিয়াকে বলা হয় ভদকার জনক। এ দেশে প্রথম ভদকা পানের চল শুরু হয়েছিল। বিশ্বের অন্যতম পরাশক্তির এই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। একটা সময় ছিল যখন রাশিয়ার মানুষ দাড়ি রাখতে পারতেন না। এ নিয়ম ভাঙলে করলে দিতে হত বড় জরিমানা। রাশিয়ানরা পশুপ্রেমী। তারা পশুদের বিশেষ যত্ন নেন। পশুদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকে। রাশিয়ার মরমস্ক শহরে গ্রীষ্মকাল অনেক দীর্ঘস্থায়ী। তখন দিনরাতের অনুভূতি একেবারে থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে উঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss