spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সাক্ষাৎ

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ফোরামের বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলর ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা জুলাই অভ্যুত্থানের কারণ, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, তিনি ছয়টি কমিশনের দাখিল করা সংস্কার প্রতিবেদনগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। ঐকমত্য প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনা বজায় রাখবে।

ড. ইউনূস দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা দেখার জন্য একটি জার্মান ব্যবসায়ী দলকে ঢাকায় পাঠানোর অনুরোধও জানান।

একই সঙ্গে তিনি জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য শলজের সহায়তা কামনা করেন। এসব বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss