spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের টিকা নিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় আনার অগ্রগতি এবং দেশের সার্বিক করোনা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হলে অগ্রাধিকার ভিত্তিতে আগামী অক্টোবরে আবাসিক হলসমূহ সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ জন্য যেসব শিক্ষার্থী এখনো টিকার আওতায় আসেননি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির এক বিশেষ সভায় এসব পরিকল্পনা গ্রহণ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে ৪র্থ বর্ষ (সম্মান) ও মাস্টার্সের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিজ নিজ আবাসিক হল খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সব শিক্ষার্থী টিকা কার্যক্রমের আওতায় না এলে আবাসিক হল খোলা এবং সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ব্যাহত হবে। তবে অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আইটি সেল থেকে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্য প্রদান করেননি, তাদের দ্রুত এ তথ্য প্রদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। লগ ইন সংক্রান্ত যেকোনো সমস্যায় নিজ নিজ বিভাগ অথবা ইনস্টিটিউটের ই-মেইল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss