অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাড়িয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশুও রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার (১০ মে) বিকেলে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে সিরিজ বিমান হামলা চালায়। এতে ২১ জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২১৫ জনে দাড়িয়েছে। এর মধ্যে ১৫৩ জন হাসপাতালে ভর্তি। এর ভেতর চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, হামাস সীমা লঙ্ঘন করেছে। যার ফলে ইসরায়েল এর জবাব বিপুল পরিমাণ শক্তি নিয়েই দেবে।
আরো পড়ুন: শপথ নিলেন মমতার মন্ত্রিসভার ৪৩ সদস্য
উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে জেরুজালেম ইসরায়েলের দখলে চলে যায়। জেরুজালেম বিজয়ের স্মরণে প্রতিবছর ১০ মে ‘জেরুজালেম দিবস’ হিসেবে পালন করেন ইহুদি জাতীয়তাবাদীরা। এই দিবসে শহরজুড়ে তারা শোভাযাত্রা বের করে।
চস/স


