spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। রবিবার (১৬ মে) রাতে করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, রবিবার সকালে সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। পরে দুপুরে তার করোনা পরীক্ষা করা হয়। সন্ধ্যায় শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছালে প্রথমে বেলেঘাটা আইডির নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয় কবিকে। পরে রিপোর্ট পজেটিভ আসলে কোভিড ওয়ার্ডে পাঠানো হয়।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, কবির অবস্থা স্থিতিশীল।

এদিকে কবির স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনিও ভাল আছেন বলে জানা গেছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss