spot_img

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনের যে কেনো নাগরিক চাইলে অস্ত্র নিতে পারবেন: জেলেনস্কি

যে কেনো নাগরিক চাইলে অস্ত্র নিতে পারবেন, এমন ঘোষণাই দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রুশ হামলার সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিলো, তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে রাশিয়া। আর সেই হামলা প্রতিহত করে চলেছে ইউক্রেন বিমান বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, ‘রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকা বরিসপিল ও বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করেছে রাশিয়া।

তবে ওই বিবৃতিতে দক্ষিণ অঞ্চলে রুশ প্যারাট্রুপের সদস্যরা প্রবেশ করার বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন।

সূত্র: বিবিসি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss