spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়ির বাস খাদে, নিহত ৭

বিয়ের আনন্দ পরিণত হল শোকে! ভারতের অন্ধ্রপ্রদেশে বিয়েবাড়ি যাওয়ার পথে ঘটলো মর্মান্তিক বাস দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। আহত হয়েছে অরো ৪৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৬ মার্চ) চিত্তুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ভোরবেলা বিয়ের অনুষ্ঠান। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেওয়া যাবে না। আনন্দও করা যাবে না সেভাবে। তাই রাতেই রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। বাসে চলছিল হাসিঠাট্টা, গল্পগুজব। তবে অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাস পৌঁছনো মাত্রই ঘটল বিপত্তি। দ্রুতগতিতে চলা বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিরুপাটির পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের উদাসীনতার কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনাগ্রস্ত বাসে থাকা যাত্রীদের দাবি, চালক অত্যন্ত দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কারও কথা শোনেননি তিনি। সে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss