spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ফের টর্নেডোর আঘাত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও ইলিনয় স্টেটে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো বাসিন্দা।

মাত্র কয়েকদিন আগে আঘাত হানা টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই স্থানীয় সময় বুধবার ভোররাতের দিকে মিসৌরির দক্ষিণ-পূর্ব অংশে তাণ্ডব চালায় টর্নেডো। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি-স্থাপনা। উপড়ে পড়েছে অনেক গাছপালা। এরই মধ্যেই আরও কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতকর্তা জারি করা হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্য হাইওয়ে পেট্রোলের সুপার এরিক ওলসন জানিয়েছেন, পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন, এর পাশাপাশি ৮৭টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও ১২টি ভবন ধ্বংস হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টর্নেডো ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় বহু ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ৫০মিলিয়নের বেশি মানুষ টনের্ডোর ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে ইলিনয়, আইওয়া, আরকানসাস, মিসৌরি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

গত সপ্তাহেই একদিনে ৫০টির বেশি টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের ৬টি অঙ্গরাজ্যে। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন শতাধিক। বিধ্বস্ত হয় সাড়ে চার লাখ ঘরবাড়ি। সূত্র: সিএনএন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss