spot_img

৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতের রাজস্থানে ১টি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। নিহত তিনজনই গ্রামবাসী। সোমবার (৮ মে) সকালে রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনা ঘটেছে। সোমবার সকালে মহড়া দেওয়ার জন্য রাজস্থানের সুরতগড় থেকে উড়েছিল মিগ-২১ যুদ্ধবিমানটি।

হনুমানগড়ের পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি ঘটে বহ্লোলনগরে। মিগ ২১ যুদ্ধবিমানটি তার মহড়ার শেষ পর্যায়ে ছিল তখন। আচমকাই সেটি ভেঙে পড়ে বহ্লোলনগরের একটি বাড়ির ছাদে। প্রায় সঙ্গে সঙ্গেই ছাদ ভেঙে মৃত্যু হয় ওই বাড়ির বাসিন্দা দুই মহিলার। গুরুতর জখম হন ওই পরিবারের এক পুরুষ সদস্যও।

তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানে নিজেদের বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন গ্রামবাসী নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

এই ঘটনায় ইতিমধ্যেই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। বিমানটি হঠাৎ কী করে ভাঙল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে জানুয়ারি মাসেও বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ প্রশিক্ষণ পর্বে ভেঙে পড়ে। একটি মধ্যপ্রদেশের মোরেনায় অন্যটি এই রাজস্থানেরই ভরতপুরে। এক বিমানচালকদের মৃত্যুও হয় ওই দুর্ঘটনায়।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। আর এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss