spot_img

২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিএনএনের প্রতিবেদন

রাশিয়ার ১৩টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

রাতভর ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা রাশিয়ার অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। আজ সোমবার (২৬ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে দুইটি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সাতটি শাহেদ ড্রোন আছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের কম্যান্ডের মুখপাত্র নাতালিয়া বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুইটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৮৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss