spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চীনে ফের শক্তিশালী টাইফুনের আঘাত

শক্তিশালী টাইফুন তালিম চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়ানডং প্রদেশে টাইফুন তালিমের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তাসংস্থা বিবিসি নিউজ।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এই টাইফুন তালিম আঘাত হানে দেশটিতে। চলতি বছরের মধ্যে এটি চীনে আঘাত হানা চতুর্থ টাইফুন। চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল)।

টাইফুন তালিমের কারণে কমলা সতর্কতা জারি করেছিল চীনের আবহাওয়া প্রশাসন। চার-স্তরের সতর্কতা ব্যবস্থার মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

তবে টাইফুনটি মঙ্গলবার সকালের মধ্যে গতি হারাতে পারে এবং বুধবার ‘উত্তর ভিয়েতনামের দিকে এগোনের সাথে সাথে দুর্বল হয়ে পড়তে পারে বলছে চীনের আবহাওয়া সংস্থা।

বিবিসি জানায়, শক্তিশালী এই টাইফুন উপকূলে আঘাত হানার সময় প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি হচ্ছিলো যার কারণে শত শত ফ্লাইট ও ট্রেন বাতিল করে কর্তৃপক্ষ।

অন্যদিকে ভিয়েতনাম জানিয়েছে, কুয়াং নিন এবং হাই ফং থেকে তারা প্রায় ৩০ হাজার লোককে সরিয়ে নিচ্ছে। এই দু’টি এলাকা টাইফুন তালিমের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বাভাস ছিল।

উল্লেখ্য, টাইফুনের কারণে বেশ কয়েকটি উপকূলীয় পর্যটন স্থান বন্ধ করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss