spot_img

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত বেড়ে ২৬

ভারতের মহারাষ্ট্রে একটি পার্বত্য গ্রামে ব্যাপক ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬জনে দাঁড়িয়েছে। শনিবার (২২ জুলাই) আরও চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও ৮৬ জনের মত গ্রামবাসী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মুম্বাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ইরশালওয়াদি নামক আদিবাসী গ্রামে ভূমিধসের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে শনিবার আরও তিন নারী ও একজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার এ খবর জানায়।

বুধবার রাতে মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নয়জন পুরুষ, চার শিশু ও ১৩ নারী রয়েছে। এ ছাড়া এক পরিবারের নয়জন সদস্য এই ভূমিধসে মারা গেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সরকারী সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

রায়গড় জেলা বিপর্যয় ব্যবস্থাপনা অফিসের তথ্যমতে, গ্রামের ২২৯ বাসিন্দাদের মধ্যে ২৬ জন মৃত, ১০ জন আহত, ১১১ জন নিরাপদ এবং ৮৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

এ ছাড়া পাহাড়ের ঢালে অবস্থিত ৪৮টি বাড়ির মধ্যে অন্তত ১৭টি ভূমিধসের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss