ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাহ ক্রসিংয়ের গেট গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে। হামাস, মিসর ও ইসরায়েলের সঙ্গে কাতারের মধ্যস্ততার পর আজ বুধবার (১ নভেম্বর) এই গেট খোলা হয়। তবে কতক্ষণ এই গেট খোলা থাকবে তার কোনও সময়সীমা জানা যায়নি।
বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা বলছে, বুধবার রাফাহ ক্রসিং খোলার কয়েক মিনিট আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, বিদেশি নাগরিকদের প্রথম একটি দল গাজা ত্যাগ করবে বলে তিনি আশা করছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ব্রিটিশ নাগরিকরা বের হতে সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের দলগুলো তাদের সহায়তা করতে প্রস্তুত। এছাড়া জীবনরক্ষাকারী মানবিক সহায়তা যত তাড়াতাড়ি সম্ভব যেন গাজায় প্রবেশ করতে পারে, সেটিও খুব গুরুত্বপূর্ণ।
অন্যদিকে রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে রাফাহ ক্রসিং খোলার বিষয়ে মিসর, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছে কাতার।
এতে করে অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে মানুষকে সীমিতভাবে সরিয়ে নেয়ার সুযোগ পাওয়া যাবে বলে একটি সূত্র বুধবার রয়টার্সকে জানিয়েছে।
এই চুক্তির ফলে বিদেশি পাসপোর্টধারী নাগরিক এবং কিছু গুরুতর আহত ব্যক্তিকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিসরে প্রবেশ করার সুযোগ পাওয়া যাবে। যদিও মানুষকে সরিয়ে নেয়ার জন্য এই ক্রসিং ঠিক কতক্ষণ খোলা থাকবে তার কোনও সময়সীমা বলা নেই।
চস/স