spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সীমান্ত থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার শুরু

লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যকার উত্তেজনার পারদ কিছুটা নামতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে প্রথমবার বৈঠক হয়েছে। বুধবার ফের আলোচনার কথা রয়েছে। এর মধ্যেই লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করা শুরু করেছে দুই দেশই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যানগং লেক সীমান্ত বাদে বাকি এলাকা থেকে সেনা প্রত্যাহার করছে চীন। ভারতও সেটাই করবে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান চান তারা। দু’দেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

গত শনিবারের বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ও চীনের পক্ষে ছিলেন মেজর জেনারেল লিউ লিন। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠক সফল হয়েছে। ভারত ও চীন উভয়ই সীমান্তে শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর শান্তি বজায় রাখতে কাজ করছে দুই দেশই।

ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে সমস্যাটা বেশ পুরনো। তবে গত ৫ মে প্যানগং লেক এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এরপর থেকেই ওই এলাকায় সেনা বাড়াতে শুরু করে চীন। জবাবে ভারতও বাড়তি সেনা পাঠায় সেখানে।

তবে কিছুদিনের মধ্যেই তৃতীয়পক্ষ ছাড়া আলোচনায় রাজি হয় দুই দেশ। গত সপ্তাহে প্রথম পর্যায়ের আলোচনা হয়েছে, চলবে আগামীতেও। কয়েক দিনের মধ্যেই পেট্রলিং পয়েন্ট ১৪, পেট্রলিং পয়েন্ট ১৫, হট স্প্রিং এলাকায় দু’দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss