spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আজ শুভ জন্মাষ্টমী

আজ (১৬ আগস্ট) সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন।

হিন্দু পুরাণ মতে, শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য পৃথিবীতে আবির্ভূত হন। এই তিথিকে কেন্দ্র করে সারা দেশে নানা ধর্মীয় আয়োজন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, শান্তি ও মানবপ্রেমের বাণী প্রচার করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল থেকে গীতাযজ্ঞ, পূজা ও নানা আয়োজন চলছে। বিকেল ৩টায় পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল বের হবে। মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধানরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss