spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্ত্রী-সন্তান হত্যায় স্বামীসহ তিন আসামির মৃত্যুদণ্ড

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় প্রদান করেন। এ সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তাদের সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহত শামসুন্নাহারের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

রায় ঘোষণার আগে চার্জশিটের ২২ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

২০১৮ সালের ১৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আলী হোসেন।

২০১৭ সালের ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ৭৯/এ নম্বর বাড়িতে গলা কেটে শামসুন্নাহার (৪৫) ও তার ছেলে শাওনকে (১৮) হত্যা করে আসামিরা।

এ ঘটনায় ২ নভেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্বামী আব্দুল করিম, করিমের তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছিল। আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। তিনি আঁদা-রসুন-পেঁয়াজ আমদানিকারক।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss