গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মৃত্যু হয়নি কারো। রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভারকেয়ার হাসপাতালে দুই হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার দুই দশমিক ৯৭ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল দুই দশমিক ৭৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৫০ জন এবং মিরসরাইয়ের ১৪ জন, রাউজানের দুইজন, ফটিকছড়ির দুইজন, হাটহাজারীর দুইজন, পটিয়ার একজন, সীতাকুণ্ডের একজন ও সন্দ্বীপের একজন রয়েছেন।
এর আগে, শনিবার ৬৯, শুক্রবার ১১৮, বৃহস্পতিবার ১১৯, বুধবার ১৬৫, মঙ্গলবার ১৮৮ ও সোমবার ১০৭ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৬৬০ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৩৮৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৪৬ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
চস/স