চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে থানার বাহির সিগন্যাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ঋভু মজুমদার ও যুবলীগকর্মী মো. জামাল।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখে ঋভু মজুমদার ও মো. জামালকে শনাক্ত করা হয়েছে। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তাররা আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চস/স