চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টা থেকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রানা চৌধুরী মাইকেল (৩৭), মো. হারুনুর রশিদ প্রকাশ সজীব (২৮), মনির উদ্দিন নাদিম প্রকাশ তাসমির (১৯), সৈয়দ মোহাম্মদ আবুল ইয়ারুজ (৩৯), শাহারান (৩১), আব্দুল করিম জুয়েল (৩১), মো. ইমরান হোসেন (৩৫), মো. মোশারফ হোসেন (৪২), মো. আবদুল গোফরান কচি (৩৮), মো. নাঈম (২৭), মো. ইমরান (৩৬), মো. তাজুল ইসলাম (৫০), মো. জামাল উদ্দিন (৪০), নয়ন দাশ (২৮), সুকুমার দাস (৩৮), মো. জামাল হোসেন (৩৩), মো. সামির (১৯), মো. বেলাল উদ্দিন (৩৭), মো. লোকমান (৪২), সদরঘাট থানার হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান (৪৭), নুরুল ইসলাম বালা (৪২), মোহাম্মদ আবুল বশর (৪১), মো. নাছির (৪৪), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের (৪২), মোক্তার হোসেন (৩৬), মো. হেলাল উদ্দিন (৫০), মো. জাহেদুল ইসলাম (৩৫), মো. মনির (২৮) ও মো. মানিক (৩২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে।
চস/স