spot_img

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিআইএমসিএইচ উন্নয়নকল্পে স্বাস্থ্য উপদেষ্টার যাবতীয় সহযোগিতার আশ্বাস

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আজ রবিবার (১৬ মার্চ) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের বিভিন্ন বিষয় খোজ-খবর নেন।

ডেন্টাল হাসপাতালের স্পেশালাইজড বিভিন্ন বিভাগগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সুপরিসর ও সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ গ্যাস্ট্রে-এন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, হেলথ্ এর বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম জেলা সিভিল সার্জনসহ গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা সিআইএমসি কনফারেন্স কক্ষে বিশেষ সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এতে ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটির ইসি কমিটির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ, সেক্রেটারি ও অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ইসি কমিটির সদস্যদের মধ্য হতে অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, অধ্যাপক মো. নুরুন্নবী, ডা. মো. রেজাউল করিম, ডা. মো. ইফসুফ, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক খোকন, সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাসের, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্তসহ বিভিন্ন বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss