আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সাপের মতো, সুযোগ পেলেই ছোবল মারবে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে সরকার গঠন করে তবেই ঘরে ফিরতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশিরাও এখন র্যাব, পুলিশসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিতে আগ্রহী।
চস/স