spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাতিল হয়ে গেলো শ্রীলঙ্কা সফর!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিস্তু শ্রীলঙ্কার কড়া নিয়মে সেটি এখন বাতিলের তালিকায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়েছে দিয়েছেন, শ্রীলঙ্কা যেসব শর্ত জুড়ে দিয়েছে তাতে বাংলাদেশ ক্রিকেট দল দেশটিতে সফরে যাচ্ছে না।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এবই সঙ্গে তিনি এও বলেন যে, শ্রীলঙ্কা সফরে বাতিল হলেও টাইগারদের অন্য উপায়ে ক্রিকেটে ফেরানো হবে।

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সফর নিয়ে রুদ্ধধার বৈঠকের পর বিকেলে পাপন বলেন, ‘আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছেও নেই। অন্যান্য দেশের সঙ্গেও মিল নেই। তাদের হোটেলের রুম থেকে বের হওয়া যাবে না, খাওয়ার জন্য বের হতে পারবে না। নেট বোলার ওরাও দিবে না, আমাদেরও নিতে দিচ্ছে না এই অবস্থায় সফর কোনোভাবে সম্ভব না।’

পাপন সংবাদ সম্মেলন করার আগে দুপুরে শেরে বাংলায় বিসিবি কার্যালয়ে আসেন। এরপরেই পরিচালক-নির্বাচকদের নিয়ে শুরু করেন রুদ্ধধার বৈঠক। শ্রীলঙ্কার দেওয়া সফর নিয়ে কঠিন শর্তগুলো নিয়েই মূলত বৈঠকে বসেন বিসিবির নীতিনির্ধারকরা।

শ্রীলঙ্কায় সফরের আগে যে শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে করোনাভাইরাসের মধ্যে সফর করতে হলে টাইগারদের দ্বীপরাষ্ট্রটির দেওয়া কঠিন নিয়মকানুন মেনে চলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে গত শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিতে সফর নিয়ে নীতিমালা পাঠায়। এসএলসির চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা দেশটির গণমাধ্যম সানডে অবজারভারকে নীতিমালা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয় সরকারের সঙ্গে কথা বলে এরইমধ্যে বিসিবিতে সফরে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পাঠানো হয়েছে।

ডি সিলভা বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পেয়েছি। সেটা আমরা গতকালই পাঠিয়ে দিয়েছি। এখন এই নীতিমালা ভালো করে বুঝেশুনে বিসিবিকে আমাদের জানাতে হবে। তাদের প্রস্তুতির বিষয়টিও অবশ্যই আমাদের অবহিত করতে হবে।’

নীতিমালার অন্যতম বিষয় হলো টাইগারদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। অংশ নিতে হবে পিসিআর টেস্টে। এ ছাড়া বিসিবি এসএলসিকে অনুরোধ করেছিল জাতীয় দলের সঙ্গে এইচপি দলসহ ৬৫ সদস্যের দল নিয়ে যেতে। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড সেটি বাতিল করে দিয়েছে। তারা জানিয়েছে, শুধু জাতীয় দলের সঙ্গে কর্মকর্তাসহ সর্বোচ্চ ৩০ সদস্য সফর করতে পারবেন শ্রীলঙ্কায়।

ডি সিলভা বলেন, ‘আমরা এখন বিসিবির উত্তরের অপেক্ষায় আছি। তারা জানালেই আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি শুরু করব।’

এ সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা আছে। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এ মাসের শেষে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪। বাংলাদেশ দলের ঢাকা ত্যাগ করার কথা ছিলো ২৭ সেপ্টেম্বর।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss