ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা নামক স্থানে মোটরসাইকেল আরোহী দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদকে পিছন থেকে ধাক্কা দেয় বাংলাদেশ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ৫৪-২৩০৬)। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
নিহত দুই ভাই জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ও তার ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চস/আজহার