spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাবাকে বটি দিয়ে হত্যা করল ছেলে

ছেলের বটির কোপে নুর মোহাম্মদ (৭০) নামের এক বাবা নিহত হয়েছেন। ঘটনার পর থেকে ছেলে আফাজ পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুর মোহাম্মদ শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা। তার প্রথম স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০) মানসিক ভারসাম্যহীন। তবে তাদের বিস্তারিত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘাতক আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে পরিবার তার চিকিৎসা করে যাচ্ছে বলে জানা গেছে। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার স্ত্রী রাতে পাশে ঘুমাত না। তাই বাবা নুর মোহাম্মদ তার পাশে থাকতেন। প্রতিদিনের ন্যায় গতকাল নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয়তলায় ঘুমাতে যায়। কিন্তু ভোর রাতে আফাজ বটি দিয়ে বাবার গলার পেছনে আঘাত করে। এ সময় গোঙানির শব্দ শুনতে পায় পরিবারের অন্য সদস্যরা।

পরে তারা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্তাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরের নুর মোহাম্মদের মরদেহ সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাওসার হামিদ বলেন, আফাজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন হওয়ায় ২০০৬ সাল থেকে তার চিকিৎসা করছিল পরিবার। সেই ছেলের হাতেই বাবা খুন হন। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss