spot_img

২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৩

রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন রাইজিংবিডিকে বলেছেন, গুলিস্তানের ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস কাউন্টারের পাশের ভবনে এ বিস্ফোরণ ঘটে। একজনের মরদেহ আমরা উদ্ধার করেছি। তবে, তার পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। সেখানে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

এদিকে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন, গুলিস্তানে বিস্ফোরণে আহতদের মধ্যে তিনজন ঢামেক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। ২০ থেকে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss