spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চীন থেকে করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জাম আসছে ২৬ মার্চ

করোনাভাইরাসের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে রোগটির উৎপত্তিস্থান চীন। দেশটি এখন করোনাভাইরাস সম্পর্কিত তথ্য ও বিভিন্ন সরঞ্জাম বাংলাদেশসহ বিভিন্ন দেশকে দিচ্ছে।

বাংলাদেশে করোনাভাইরাসের টেস্ট কিট স্বল্পতা রয়েছে এবং তারই ধারাবাহিকতায় ১০ হাজার টেস্ট কিট পাঠাচ্ছে চীন।

টেস্ট কিটের পাশাপাশি বাংলাদেশকে তারা পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)ও থার্মোমিটার সরবরাহ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) চাইনিজ দূতাবাসের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলা হয়, ‘চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১০ হাজার থার্মোমিটার। ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এসব সরঞ্জাম ঢাকায় পৌঁছাবে।’

আরো পড়ুন: চট্টগ্রামে মাঠে নামছে সেনাবাহিনী

এদিকে গত ১৭ মার্চ একটি বড় সম্মেলন করে বিদেশি কূটনীতিকদের এ রোগ সম্পর্কে চীনের কাছে যে তথ্য আছে সে বিষয়ে একটি জার্নাল দেওয়া হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ওই জার্নাল পেয়েছি। চীনে যে পদ্ধতি কাজ করেছে, সেটা আমাদের দেশে কাজ করবে সেটি নাও হতে পারে, তবে এ জ্ঞান আমাদের কাজে লাগবে।’

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss