spot_img

২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিলেটে শনাক্ত প্রথম করোনা রোগী

সিলেটে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনাভাইরাসে আক্রান্ত রোগী। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি সিলেট শহরের বাসিন্দা, তার বয়স ৫০ বছর।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল শনিবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ রোববার আইইডিসিআর থেকে মুঠোফোনে মৌখিকভাবে জানানো হয়েছে যে ওই ব্যক্তির করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’

আরো পড়ুন: শেরপুরে শনাক্ত হল করোনা আক্রান্ত দুই নারী

তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তি সিলেট নগরে নিজ বাসায় অবস্থান করছেন। আগামীকাল সোমবার সকালে ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই ব্যক্তির এলাকা লকডাউন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শনাক্তকৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে।’

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ‘হাসপাতালের আইসোলেশনে পাঁচজন চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তি হাসপাতালের নন।’

Latest Posts

spot_imgspot_img

Don't Miss