চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. তামিম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
মো. তামিম লোহাগাড়া সদর ইউনিয়নের আবদুল জব্বার ডেপুটিপাড়া এলাকার মো. আমিনের ছেলে। গত ২৯ এপ্রিল বিকেলে একই ইউনিয়নের মহুরিপাড়া এলাকায় একটি বসতঘরে টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন তামিম। এ সময় বসতঘরের ওপরে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের কিছু অংশ ঝলসে যায় তাঁর।
দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তামিমকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল।
চস/স


