spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বন্যার পানিতে ডুবে নওগাঁয় দুই ভাই-বোনের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার নওদাপাড়া গ্রামের ইয়ানত আলীর ছেলে ইরান ( ৮) এবং ইরা (১৬)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, দুপুরে আত্রাই নদীর পানি দেখতে আসে দুই ভাই-বোন। এ সময় ইরান পানিতে পড়ে গেলে বড় বোন ইরা তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয়। এরপর পানির স্রোতে ভাই-বোন দু’জনেই তলিয়ে যায়।

আরো পড়ুন: পর্যটকদের জন্য ঈদের পর খুলে দেয়া হবে কক্সবাজার

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তারা মৃত বলে শনাক্ত করেন।

অন্যদিকে, জেলার বদলগাছি উপজেলার ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি পলক উপজেলার মাষ্টার পাড়া বাসিন্দা রতন কুমার মন্ডলের ছেলে।

নিখোঁজের পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss