spot_img

১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারত ভ্রমণে থাকতে হবে অনুমতিপত্র

করোনাকালে ভারত-বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু শর্ত দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণ ভিসায় যারা ভারত যেতে চায়, তাদের ভারতীয় হাই-কমিশনারের অনুমতিপত্র থাকতে হবে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) মহাসিন খান।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারত প্রবেশের ক্ষেত্রে প্রয়োজন হবে চলতি বছরের ১ জুলাইয়ের পর ইস্যুকৃত ভিসা। এছাড়া ভারতীয় হাই-কমিশনারের অনুমতিপত্র থাকতে হবে। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেটও দেখাতে হবে।

ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ আগমনের ক্ষেত্রে লাগবে হালনাগাদ ভিসা ও পাসপোর্ট। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে।

আরো পড়ুন: সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার শুরু

এছাড়া বাংলাদেশে যেসব ভারতীয় যাত্রী আটকে আছেন তাদের স্বদেশ ফিরতে প্রয়োজন হবে মেয়াদ থাকা পাসপোর্ট ও নবায়ন করা ভিসা (জরিমানা ব্যতীত ভিসা ও ফি প্রদান পূর্বক)। ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন ওসি মহাসিন খান জানান, বাংলাদেশিদের ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা যাতায়াত করতে পারবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss