লাল সুরকির কোর্টে শিরোপা লড়াইয়ে নামার আগেই ফেবারিটের তকমা গায়ে মেখে নিয়েছিলেন ইগা শিয়াটেক। ক্যারোলিন মুকোভার বিপক্ষে কোটে নেমে জিতলেন ফেবারিটের মতোই। মুকোভাকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফরাসি ওপেনের শিরোপা জিতে নিলেন শিয়াটেক। সব মিলিয়ে গত চার বছরে তিনবার ফরাসী ওপেনের চ্যাম্পিয়ন হলেন শিয়াটেক।
শনিবার রাতে পুরো ম্যাচে দারুণ লড়াই হলো। একটি সেট খোয়ালেন শিয়াটেক। লড়াই করলেন প্রতিপক্ষ ক্যারোলিনা মুকোভাও; কিন্তু হেরেই সন্তুষ্ট থাকতে হল তাকে। শেষ পর্যন্ত শিয়াটেক জিতলেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে। সব মিলিয়ে মোট চারবার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন পোল্যান্ডের এই তারকা টেনিস খেলোয়াড়।
দুর্দান্ত লড়াই হয়েছে ফাইনালে। লড়াই যে এতক্ষণ ধরে চলবে এবং দুই খেলোয়াড় যে এভাবে নিজেদের নিংড়ে দেবেন, তা আগে বোঝা যায়নি। চোটের কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে থাকা এবং সফল ভাবে প্রত্যাবর্তন ঘটানো মুকোভাকে নিয়ে একটা আশা ছিল; কিন্তু যে খেলা তিনি দেখালেন, তা অনেকেই প্রত্যাশা করেননি।
লাল মাটির কোর্টে দু’টি গ্র্যান্ড স্ল্যাম থাকা এবং ধারাবাহিক ভাবে ভাল খেলতে থাকা ইগাকে খুব একটা চাপে ফেলতে পারবেন মুকোভা, এমনটা কেউই মনে করেননি। কিন্তু মুকোভা তাদের ভুল প্রমাণিত করলেন। শুরুতে তাকে অবিন্যস্ত লাগলেও, যত খেলা এগোল তত ছন্দে ফিরলেন। খেলা শেষের কয়েক মিনিট আগেও বোঝা যায়নি যে শিয়াটেক ম্যাচটা বের করে নেবেন।
ফ্রেঞ্চ ওপেন জয় করে টেনিস র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থানটা আরও পোক্ত করে নিলেন ইগা শিয়াটেক। সে সঙ্গে ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা দুটি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন তিনি।
চস/আজহার