spot_img

২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নবজাতক শিশুর লাশ মিললো ড্রেনে!

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) পাশের ড্রেন থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত ওই ছেলে নবজাতকের বাবা-মায়ের কোনো হদিস পায়নি পুলিশ। পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে রাজপাড়া থানা পুলিশ।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ড্রেনের মধ্যে ওই নবজাতক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে ওই নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নবজাতক শিশুর বাবা-মায়ের কোনো হদিস মেলেনি। এজন্য পরিচয় শনাক্তে তার ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss