রংপুরে খেলার বল খুঁজতে গিয়ে ঘাঘট নদীতে ডুবে লিথুন (৯) ও আব্দুল্লাহ (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৩ জুন) দুপুর দুইটার দিকে নগরীর হাজিরহাটের গঙ্গাহরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিথুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে একই এলাকার মৃত আব্দুল লফিতের মেয়ে। আব্দুল্লাহ গঙ্গাচড়ার আরিফ মিয়ার ছেলে। সে গঙ্গাহরি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলে। নিহত দু’জন সম্পর্কে খালাতো ভাই-বোন।
রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে বাড়ির পাশেই খেলছিল লিথুন ও আব্দুল্লাহ। হঠাৎ করে তাদের খেলার বল নদীতে পড়লে তারা দুজন বল খুঁজতে ঘাঘট নদীতে নামে। পরে তারে ডুবে গেলে তাদের উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হলে দু’জনকে মৃত ঘোষণা করেন।
হাজিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মারা যাওয়া শিশু দুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/আজহার