spot_img

১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদকসেবীর ছুরিকাঘাতে এএসআইয়ের মৃত্যু

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেয়ারুল ইসলাম লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের বাসিন্দা। তিনি ২০১২ সালে পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার। তিনি বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মাঝরাতে কাউনিয়া উপজেলার হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবীকে ধরতে যান এএসআই পেয়ারুল ইসলাম। সেখানে পলাশ নামে এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করেন। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে পেয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ আরও জানায়, জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ১৭ মিনিটে তার মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss