লালমনিরহাট শহরের একটি খাল থেকে ১০০০ টাকার নোটে ৬৬টি বান্ডিলে মোট ৬৬ লাখ টাকা পাওয়া গেছে। বুধবার (১৭ নভেম্বর) রাতে শহরের জেল রোডে একটি খাল থেকে সদর থানা পুলিশ এ টাকাগুলো উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভবত টাকাগুলো জাল। তবে পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
তিনি জানান, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের উপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি চিরকুট লেখা আছে।
পুলিশ সূত্র জানায়, স্থানীয় এক ব্যক্তি মাছ ধরার জন্য ওই খালে জাল ফেলার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।