spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পিএসজিতে নেইমারের সঙ্গী হচ্ছেন মোহামেদ সালাহ!

মৌসুম শেষ হতে আরও সপ্তাহ তিনেক বাকি। এরই মধ্যে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তাদের পরবর্তী মৌসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে। তারই অংশ হিসেবে লিভারপুল তারকা মোহামেদ সালাহকে চায় দলটি।

দলের জন্য কিলিয়ান এমবাপে কতোটা গুরুত্বপূর্ণ তা টের পেয়েছে পিএসজি। চোটের কারণে সেদিন খেলেননি তিনি, তাতেই ম্যানসিটির কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তার দল। সেই কিলিয়ান এমবাপেকেই হারানোর শঙ্কায় আছে পিএসজি।

কারণ ২০২২ সালে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ। তবে এখনো ফরাসি তারকার সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি দলটি, এমবাপেও নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেননি। সব মিলিয়ে পিএসজি এখনো আশ্বস্ত হতে পারছে না তাকে নিয়ে।

এ কারণেই ফরাসিদের নজর পড়েছে মোহামেদ সালাহর ওপর। লা প্যারিসিয়ান জানাচ্ছে, ‘এমবাপে যদি দল ছাড়েন, সেক্ষেত্রে সালাহ হবেন দলটিতে সালাহর বিকল্প।’

লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎও পড়ে আছে ধোঁয়াশায়। অল রেডরা ইতোমধ্যেই কঠিন এক মৌসুম কাটাচ্ছে, যার ফলে সালাহ দল ছাড়তে চান, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বেশ। এ কারণেই সালাহর ওপর নজর রাখছে ফরাসি চ্যাম্পিয়নরা।

শুধু তাই নয়, পিএসজির চোখ আছে মেসি ও রোনালদোকে দলে ভেড়ানোরও। তবে কাজটা যে অসম্ভবের কাছাকাছি কিছুই হবে, তা বলাই বাহুল্য। তাই সালাহতেই চোখ রাখছে ফরাসি দলটি।

ল্য প্যারিসিয়ান জানাচ্ছে, সালাহকে দলে ভেড়াতে ফরাসি দলটির খরচ পড়বে ৮০ মিলিয়ন ইউরোর মতো অর্থ। তাকে দলে ভেড়ালেই মিটতে পারে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্যের দাবি, বিশ্বাস দলটির।

তাকে দলে ভেড়ালে আরেকটা আশাও পূরণ হবে দলটির মালিক নাসের আল খেলাইফির। একজন আরব-মুসলিমকে দলে ভেড়ানো, জানাচ্ছে প্যারিসিয়ান। এর আগে সামির নাসরি ও আদেল তারাবতকে দলে ভেড়াতে চেয়েও ব্যর্থ হয়েছিল দলটি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss