spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এই সময়েও স্ত্রীর পাশে থাকতে না পারলে অন্যায় হবে : তামিম

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে ছুটি নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে তামিম গণমাধ্যমকে বলেছেন, ‘ভারতে যেতে না পারা অবশ্যই হতাশার। তবে আমার মনে হয়, মানুষের জীবনের এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমনিতেই অনেকটা সময় পরিবারের দূরে থাকি। পরিবারের সদস্যদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই সময়টাও যদি স্ত্রীর পাশে থাকতে না পারি, তাহলে সেটি তার প্রতি, পরিবারের প্রতি অন্যায় হয়। এই সময়টুকু অন্তত ওদের প্রাপ্য।’

জাতীয় দলের এ তারকা ক্রিকেটার আরো বলেন, ‘যদি দেশে থাকতাম, তাহলে হয়তো কিছুটা হলেও ক্রিকেট অনুশীলন করতে পারতাম। তখন ভারত সফরে যাওয়া নিয়ে ভাবতে পারতাম। কিন্তু টানা দুই-তিন সপ্তাহ ক্রিকেটে না থেকে হুট করে খেলা হয়তো কঠিন হবে। আপাতত তাই এই সফরে খেলার কোনো সুযোগ দেখছি না।’

প্রসঙ্গত, ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ অক্টোবর ঢাকা ছাড়বে সাকিবরা। এরপর ৩ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট এবং কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss