ছেলেদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হতেই শুরু হবে মেয়েদের আসর। ঈদের পর ১০ ও ১১ মে দলবদল। বিকেএসপিতে ১২ দলের আসর শুরু ২০ মে। বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য জানিয়েছেন।
দুই মৌসুম পর মাঠে গড়াতে চলেছে মেয়েদের শীর্ষ ঘরোয়া লিগটি। সবশেষ প্রিমিয়ার লিগ হয়েছিল ২০১৯ সালের মে মাসে। মাঝের দুই বছর হয়নি করোনার কারণে। ঢাকা লিগের বর্তমান চ্যাম্পিয়ন খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
আগেরবার ১০ দল অংশ নিয়েছিল। সুপার লিগ খেলেছিল ৫ দল। এবার দুটি দল বাড়ছে। সুপার লিগ হবে ৬ দলের।
ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া বাংলাদেশের মেয়েরা নিউজিল্যান্ড থেকে ফিরে রয়েছেন ছুটিতে। ঢাকা লিগ দিয়েই আবারও মাঠের ক্রিকেটে ব্যস্ত হবেন নিগার-ফারজানারা।
নিকট ভবিষ্যতে সালমা-রুমানাদের আন্তর্জাতিক ম্যাচ নেই। সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যস্ততা। চীনে এশিয়ান গেমসে অংশ নেবে টিম টাইগ্রেস। তারপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফর। ২০২৩ সালজুড়ে রয়েছে আরও ব্যস্ত সূচি।
চস/স