spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। দুই দলের ব্যবধানটা এক পয়েন্টের হলেও গ্রুপ-১ এ তাদের অবস্থানের পার্থক্যটা বেশ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড, দুই পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে পাঁচে।

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিতে এই অবস্থানে পরিবর্তন আনাই লক্ষ্য দুই দলের। এমন লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হয়েছে যখন, তখন টস ভাগ্যটা সঙ্গ দিয়েছে নিউজিল্যান্ডকে। অধিনায়ক কেন উইলিয়ামসন জিতেছেন টসে, নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। দুই ওভার দুই বলেই দলটি হারায় তাদের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। সাত রানের দুই উইকেট হারিয়ে চাপে আছে নিউজিল্যান্ড। দলের দুউ ওপেনার কনওয়ে এবং অ্যালেন শুরুটা সুন্দর করতে পারেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে ১১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। সেইসাথে দলের দুই টপঅর্ডারও নেই।

দুই দলে আছে একটি করে পরিবর্তন। বিনুরা ফার্নান্দোর বদলে কাসুন রাজিথা এসেছেন শ্রীলঙ্কা একাদশে। আর নিউজিল্যান্ড দলে ঢুকেছেন ড্যারিল মিচেল, বাদ পড়েছেন মার্ক চ্যাপম্যান।

নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss