জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। এমন সমীকরণ নিয়ে আজ অ্যাডিইলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। টস হেসেছে অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে। দুবার না ভেবে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।
অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগের চার ম্যাচের মতো এ ম্যাচেও একাদশে পরিবর্তন বাংলাদেশের। লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির জায়গায় ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে। ডানহাতি পেসার হাসান মাহমুদের জায়গায় খেলবেন এবাদত হোসেন।
অঘটনের বিশ্বকাপে আগের ম্যাচটিতে নেদারল্যান্ডস ১৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে বাংলাদেশের কাজ সহজ হয়েছে। গাণিতিক কোনো হিসাব আর নেই। অলিখিত কোয়ার্টার ফাইনালে রূপ নেয়া ম্যাচটি জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ। একই অবস্থান পাকিস্তানের। যারা জিতবে তারাই পাবে শেষ চারের টিকিট।
দুই দলের একাদশ
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
চস/আজহার


