spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্রীড়াঙ্গনে আজ বাংলাদেশের ৪ ম্যাচ

বাংলাদেশে ক্রীড়াঙ্গনে অত্যন্ত ব্যস্ত সময় যাচ্ছে। আজ তিন ডিসিপ্লিনে চার ভিন্ন ভিন্ন সময়ে মাঠে নামবে বাংলাদেশের চারটি দল।

সিলেটে দুপুর দুইটায় জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর ঘন্টা দুই পরেই জাতীয় খেলা কাবাডিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

কাবাডি শেষে ক্রিকেট ম্যাচ চলমান থাকাবস্থায় মাঠে নামবে ফুটবল দল। সাফ অ-১৭ টুর্নামেন্টে কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া সাতটায় ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ক্রিকেট, ফুটবল, কাবাডি তিনটি ম্যাচেই সরাসরি সম্প্রচার হবে।

এদিকে ক্রিকেটে আরও একটি ম্যাচ আছে আজ বাংলাদেশের। তবে এটি জাতীয় দল নয়, আবুধাবিতে যুব ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

যুবাদের এই ত্রিদেশীয় ম্যাচ ছাড়া বাকি জাতীয় ক্রিকেট, ফুটবল ও কাবাডি তিনটি টুর্নামেন্টেরই স্বাগতিক দল বাংলাদেশ। বর্তমানে এই তিন খেলার জন্য ১৬ টি দেশ বাংলাদেশে অবস্থান করছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss