spot_img

২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাহার আফগানিস্তানের

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান ক্রিকেট দল। 

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। এতে প্রদেশের রাজধানী শারানায় স্থানীয় একটি ফ্রেন্ডলি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে তিন ক্রিকেটার প্রাণ হারান।

এসিবি এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, তিন ক্রিকেটারের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য গভীর শোকের বিষয়। আমরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা চলছে। পাকিস্তানের একাধিক বিমান হামলায় আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে শতাধিক মানুষের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এই সংঘাতের মধ্যেই ত্রিদেশীয় সিরিজের আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছিল শুরু থেকেই।

তবে এ ঘটনার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত কোনো মন্তব্য জানায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss