spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে ফিরেই দুঃসংবাদ পেলেন রায়না

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সদ্য অবসর নেয়া ভারতের তারকা ব্যাটসম্যান সুরেশ রায়নার। ধোনির অবসরের দিন তার পথ ধরেই নিজের অবসরের ঘোষণা দেন সুরেশ। প্রিয় সতীর্থর সঙ্গে আইপিএলে থাকছেন বলে ভক্তদের সুখবরও দেন।

কিন্তু শনিবার হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান।

শনিবার আরব আমিরাত থেকে ভারতে ফিরেছেন রায়না। এসেই চাচার মৃত্যুর দুঃসংবাদ পেলেন তিনি।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাকাতের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন রায়নার চাচা অশোক কুমার (৫৮)। গত ১৯ তারিখ দিবাগত রাতে পাঞ্জাবের পাঠানকোটের মাধোপুরের কাছে থারিয়াল গ্রামে নিজ বাড়িতেই ডাকাত দলের অতর্কিত আক্রমণে নিহত হন অশোক। এ ঘটনায় অশোকের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মৃতের বড় ভাই শ্যাম লাল নিশ্চিত করেছেন, রায়নার চাচা ছিলেন অশোক। ভারতে নেমে চাচার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রায়না। শিগগিরই চাচার পরিবারের আহত সদস্যদের সঙ্গে দেখা করতে আসছেন রায়না।

পাঠানকোটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ অফিসার গুলনিত সিং খুরানা জানিয়েছেন,সরকারি ঠিকাদার ছিলেন অশোক কুমার। ঘটনার দিন বাড়ির ছাদে সপরিবারে ঘুমাচ্ছিলেন অশোক। গভীর রাতে ‘কালে কাচ্চেওয়ালা’ ডাকাত গ্যাংয়ের তিন-চারজন সদস্য লুটের উদ্দেশে অশোকের বাড়ি ঘেরাও করে। তারা অশোক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করলে সে রাতেই নিহত হন অশোক। অশোকের ৮০ বছর বয়সী মা সত্য দেবী, তার স্ত্রী আশা দেবী, দুই ছেলে আপিন ও কৌশল গুরুতর আহত হন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss