ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। ফাইনালে সরাসরি সেটে এই সার্বিয়ান তারকা হারিয়েছেন আর্জেন্টিনার দিয়েগো শয়ার্টসমানকে।
প্রথম সেটে শয়ার্টসমান কিছুটা লড়াই করলেও পরের সেটে আর দাঁড়াতেই পারেননি জকোভিচের সামনে।
জোকার খ্যাত বিশ্বের এক নম্বর টেনিস তারকা ম্যাচ জিতে নেন ৭-৫ ও ৬-৩ গেমে।
এই জয়ে রাফায়েল নাদালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি এটিপি মাস্টার্স শিরোপা জয়ের রেকর্ড গড়লেন ৩৩ বছর বয়সী জকোভিচ।
আরো পড়ুন: নিজের নাম বদলে ফেললেন ডি ভিলিয়ার্স!
ইতালিয়ান ওপেনে এটি তার পঞ্চম এবং ৩৬তম এটিপি মাস্টার্স শিরোপা।
চস/জ


