spot_img

৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়!

মৌসুমের শেষ দিকেও ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শুক্রবার(২৪ অক্টোবর) তারা জানিয়েছে, সাগরে ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা আগামী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে ও ২৭ অক্টোবর ঘূর্ণিঝড় ‘মন্থা’য় রূপ নিতে পারে।

দেশটির আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি তা সোজাসুজি উপকূলের দিকে এগিয়ে যায়, সেক্ষেত্রে মূলত প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর-বিএমডির কর্মকর্তা কাজী জেবুন্নেসা বলেন, ২৪ অক্টোবর সকাল ৬টার দিকে নিম্নচাপটি তৈরি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে আপাতত বাংলাদেশে আঘাত হানার শঙ্কা নেই। কিন্তু ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার(২৪ অক্টোবর) এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

থাই ভাষায় মন্থা এর অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের নিয়ম অনুযায়ী এবার থাইল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss