spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রল করা ভয়াবহ এক নেশা

ট্রল করা ভয়াবহ এক নেশা। অদ্ভুত এক মাদকতা। কাউকে খোঁচানো অপার এক আনন্দ। এই নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম প্রায়। এক ভাইয়ের কমেন্টে হুঁশ হলো। খেলা নিয়ে ইঙ্গিত করা সব পোস্ট তুলে নিয়েছি।

আমাদের দেখে বাচ্চারাও শিখছে এসব। সাপোর্ট কর, আনন্দ বেদনা ভাগাভাগি করে নাও, কিন্তু কাউকে কষ্ট বা নোংরা ভাষায় আক্রমণ করে নয়।

দল বা ঐ দেশ কোনদিন জানবে না, আমরা তাদের সাপোর্টে হানাহানি বা জীবন দিয়েছি।

আমরা কতটা জিঘাংসা বা বিকৃতি অন্তরে লালন করি, তা চলমান প্রেক্ষাপটে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

মেয়েকে বলে দিয়েছি, আনন্দ কর কিন্তু তা নিয়ে ট্রল তো দূরের বিষয়, কারো সাথে এনিয়ে নেগেটিভ কথাও বলতে পারবে না।

এই সাময়িক আনন্দ কিন্তু থাকবে না। আমরা আমাদের নিয়েই পথ চলতে হবে। সবার জন্য ভালবাসা ও শুভকামনা। আনন্দ হোক নির্মল নির্দোষ।

লেখক: অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

লেখাটি ফেসবুক থেকে নেয়া

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss