spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কর্ণ মোহন দে (২৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মার্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, কর্ণ মোহন দে অসুস্থ হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে রাতে হাঁটাহাঁটি করার জন্য বের হন। পরে মগবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তার মরদেহ উদ্ধার করে আজ বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। পরে আমরা তার নাম পরিচয় নিশ্চিত হই। তার নাম কর্ণ মোহন দে। তিনি পুলিশের একজন কনস্টেবল ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার সদর থানার উত্তর হিন্দু পাড়া গ্রামে। তিনি ওই এলাকার বিজয় মোহন দের সন্তান ছিলেন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss